Connecting You with the Truth

পুলিশ ও সাংবাদিকের কাজ যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ …….পুলিশ সুপার ফরিদপুর

মোঃ খালেদুর রহমান , ফরিদপুর ঃ পুলিশ ও সাংবাদিকের কাজের ধরন যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ , সাংবাদিকরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে সমাজের গভীর থেকে বিভিন্ন তথ্য তুলে এনে তা পত্রিকায় প্রকাশ করে সমাজের উপকার করেন। পক্ষান্তরে পুলিশ ও সব তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন অভিযান চালিয়ে সমাজ থেকে অপরাধ ,বিশৃঙ্খলা দূর করতে কাজ করে যাচ্ছে। উভয়ের উদ্দেশ্য সমাজের শান্তি প্রতিষ্ঠা। সোমবার বেলা ১১ টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবে গন মাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভায় ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা এ সব কথা বলেন।
গত ৬ নভেম্বর পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ফরিদপুরে যোগদান করে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছিলেন ফরিদপুর থেকে তিনি মাদক ,নারী শিশু নির্যাতন ও সন্ত্রাস নির্মুল করবেন। যোগদানের ৩ মাস পর ৬ ফেব্রুয়ারী তিনি সাংবাদিকদের সাথে আবার বসে তার কাজের বিবরন দিলেন। এ সময় তিনি জানান এ তিন মাসে ৩৪২টি মাদক মামলা হয়েছে ,৩৯২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে, ১৮৮৮৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে ,৮৮২ বোতল ফেনসিডিল ও ১৩ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও এ সময় ২১ জন ডাকাত আটক করেছে পুলিশ। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন আপনাদের সাহায্য নিয়ে আগামী ৩ মাসে ফরিদপুরকে আমরা মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত শহরে পরিনত করার চেষ্টা করব।এ সময় মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন সাংবাদিক নাজিম বকাউল ,পান্না বালা , আহম্মদ ফিরোজ, হারুন আনসারী, হাসানুজ্জামান প্রমুখ।সভা পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিকুল , সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল।

Comments
Loading...