Connecting You with the Truth

পৃথিবীর নাম ‘Earth’ কেন? কে রেখেছিল এই নাম, জানেন কি?

Earthঅনলাইন ডেস্ক: বলুন তো, পৃথিবীকে ইংরেজিতে কেন ‘Earth’ বলা হয়ে থাকে? কেন অন্য কোনও নাম নেই পৃথিবীর? কে রেখেছিল এই নাম? জানেন পৃথিবীর নাম ‘Earth’ হওয়ার পিছনে যুক্তিটা কী?
আসলে ‘Earth’ নামটা এসেছে ইংরেজি ও জার্মান শব্দ থেকে। শব্দ দুটি হল ‘eor(th)e/ertha’ ও ‘erde’। যার প্রত্যেকটির মানেই হল ‘গ্রাউন্ড’ বা ‘ভূমি’। সেটা না হয় বোঝা গেল! কিন্তু মাথা খাটিয়ে কে পৃথিবীর নাম খুঁজে খুঁজে ‘Earth’ রেখেছিল?
তার উত্তর অবশ্য এতদিনেও মেলেনি। তবে এর মধ্যে একটা আশ্চর্যের বিষয় লুকিয়ে আছে। সৌরজগতের অন্য গ্রহগুলির নাম গ্রিক বা রোমান দেব-দেবীর নামে হলেও পৃথিবীর বেলা সেটা হয়নি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, রোমান কৃষি দেবতার নামে ‘Saturn’। ‘Jupiter’ নামটা এসেছে রোমান দেবদেবীদের রাজার নাম থেকে।

Comments
Loading...