Connecting You with the Truth

পৃথিবী সদৃশ গ্রহ আবিষ্কারের দাবি নাসার

প্রযুক্তি ডেস্ক :  পৃথিবী সদৃশ নতুন গ্রহ আবিষ্কারের দাবি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস এডমিনিস্ট্রেশন-নাসা। নাসার কেপলার টেলিস্কোপে এই গ্রহ ধরা পড়েছে। এটিকে পৃথিবীর বড় জ্ঞাতিভাই হিসেবে আখ্যায়িত করেছে নাসা।

নাসা জানিয়েছে, নতুন গ্রহটি পৃথিবীর চেয়ে ৬০ গুণ বড়। সূর্যের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে এটি ঘুরছে এবং এটি বাসযোগ্য দূরত্বে রয়েছে।কেপলার-৪৫২বি গ্রহটি আমাদের মতো তার সূর্য থেকে প্রায় সমদূরত্বে রয়েছে। তবে ওই সূর্যের বয়স দেশ কোটি বছরের মতো বেশি। নাসার বিজ্ঞানীদের ধারণা, এই গ্রহের ভূ-পৃষ্ঠে তরল পানি থাকতে পারে এবং এতে পাথুরে ভূখণ্ড রয়েছে।

কেপলার মিশনে টেলিস্কোপ কেপলার বিভিন্ন দূরত্বের নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান প্রায় ৫০০ নতুন গ্রহের সন্ধান দেবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments
Loading...