Connecting You with the Truth

পেরুতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায়, নিহত ৩২

পেরুতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই শিশুসহ কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি যাত্রী। বুধবার (০১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এ খবর জানায়।

জানা গেছে, ৩১ আগস্ট দেশটির রাজধানী লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ক্যারেটেরা সেন্ট্রাল সড়কের সরু অংশে এ দুর্ঘটনা ঘটে।

পেরুর পুলিশ কমান্ডার সিজার সারভ্যানটিস বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় ও তিন বছর বয়সী দু’জন শিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, বেপরোয়াভাবে বাস চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন। নিহতদের মৃতদেহ এবং জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

দুর্ঘটনার পর প্রাণে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, বাসটি একটি পাথরে ধাক্কা দেওয়ার পর প্রায় ৬৫০ ফুট গভীরে পড়ে যায়।

এর আগে ২৯ আগস্ট পেরুর আমাজান নদীতে দুই নৌকার সংঘর্ষের পর পানিতে ডুবে ২২ জন মারা যান।

Comments