পেশোয়ারে স্কুলে হামলাকারী ৬ তালেবানের মৃত্যুদণ্ড
পাকিস্তানের পেশোয়ারে স্কুলে হামলাকারী ৬ তালেবানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযুক্তরা এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ার আর্মি পাবলিক স্কুলে তালেবানের যোদ্ধারা হামলা চালায়। এতে ১৬২ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী।
এ ঘটনার পরদিনই প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশটিতে মৃতুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার ঘোষণা দেন। তার আগে ২০০৮ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকরের ওই স্থগিতাদেশ বহাল ছিল।