Connecting You with the Truth

পোর্টারফিল্ড তীব্র সমালোচনায় আইসিসির

s-3স্পোর্টস ডেস্ক:
২০১৯ বিশ্বকাপ ১০ দল নিয়ে করার রূপরেখা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ক্রিকেটের উদীয়মান শক্তিগুলোকে গলা টিপে হত্যা করা হবে! একই সঙ্গে ক্রিকেট বিশ্বায়নের পথেও আইসিসির এই হঠকারী সিদ্ধান্ত হুমকিস্বরূপ। ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার আইসিসির এই সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন। তবে ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে আক্রমণই করে বসলেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তার মতে, আইসিসির মানসিক সমস্যা রয়েছে। পোর্টারফিল্ড বলেন, ‘এটা হতাশাজনক যে আপনি বিশ্বকাপে খেলতে এসেছেন আর ক্রিকেটের গভর্নিং বডি চায় দল কমাতে। আইসিসির চিন্তাভাবনা আমাদের হতাশ করেছে। গত চার বছরে শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে আমরা মাত্র ৯টি ওয়ানডে খেলেছি। এটাকে প্রচুর ক্রিকেট খেলা বলে না। এ বছর আমরা দুটি শীর্ষ দলের সঙ্গে খেলেছি। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।’ শীর্ষ কয়েকটি দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনেরও সমালোচনা করেছেন পোর্টারফিল্ড, ‘আমি মনে করি না এটা সঠিক সিদ্ধান্ত যদি আপনি খেলাটিকে ছড়িয়ে দিতে চান। আপনি যদি শ্রীলংকার দিকে তাকান তাহলে দেখবেন, তাদের অবস্থান এখন কোথায়। তারা টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২০ বছর পর বিশ্বকাপ জিতেছে।’ আয়ারল্যান্ড অধিনায়কের মন্তব্য, ‘আমরাও নিজেদের পারফরম্যান্সে উন্নতি আনার ব্যাপারে আশাবাদী। আফগানিস্তান শ্রীলংকার বিপক্ষে প্রায় জিতেই গিয়েছিল। স্কটল্যান্ডও ভালো করছে। সংযুক্ত আরব আমিরাত জিম্বাবুয়ের বিপক্ষে ২৮৫ রান তুলেছিল। শেষের দিকে আরভিন (শন) দাঁড়িয়ে না গেলে অন্যরকম কিছু ঘটতে পারত। দারুণ পারফরম্যান্স দেখিয়েই চারটি দল বিশ্বকাপে উঠে এসেছে। আমরা এগিয়ে যেতে চাই। ভালো লাগছে এই ভেবে যে আমাদের পেছনে অনেক লোকই আছে। এটি একটি বিশ্ব ক্রীড়া ইভেন্ট। আমরা চাই এর পরিধি আরও বাড়–ক।’

Comments
Loading...