প্রকাশিত হচ্ছে ‘ইউ-টার্ন’ এর অ্যালবাম
বিনোদন ডেস্ক:
জি-সিরিজ থেকে প্রকাশিত হচ্ছে আলভী আহমেদ এর পরিচালনায় প্রথম মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ইউ টার্ন গানের অ্যালবাম। অ্যালবামটিতে বোনাস ট্রেকসহ গান রয়েছে ১০টি। অ্যালবামে গান গুলোর মধ্যে রয়েছে আইটেম সং, সুফী, পাহাড়ী ও রোমান্টিক গান নিয়ে সাজানো হয়েছে । গানের কথা গুলো লিখেছেন- কবির বকুল, অতনু তিয়াস, আসিফ ইকবাল ও শাহান কবন্ধ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- জয়িতা, ,তৌফিক আহমেদ, শোয়েব, খেয়া, অদিত, কনা ও ন্যান্সি। সুর ও সংগীতায়োজন করেছেন- ফুয়াদ আল মুক্তাদির, অদিত, ও রোকন ইমন। সংগীত গুলোর মিউজিক কম্পোজিশন ও পরিচালোনা করেছেন ফুয়াদ, । গানে কণ্ঠ দিয়েছে কনা,ন্যান্সি, ও তৌফিক। এছাড়া, আইটেম সং এর একটি বিশেষ চরিত্রে প্রথম বারের মতো পারফর্ম করেছেন কণ্ঠ শিল্পী কনা । ‘ইউটার্ন চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। ছবিটির প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া। ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শিপন ও সোনিয়া। আরও অভিনয় করেছেন আইরিন, ইরফান সাজ্জাদ, মৌটুসী , আরশাদ আদনান, প্রসূন আজাদ, শহিদুজ্জামান সেলিম ও মিশা সাওদাগর প্রমুখ।