প্রকাশিত হল ‘নটি বয়’ (ভিডিও)
বিনোদন ডেস্ক : প্রকাশিত হয়েছে রাত্রী চৌধুরী ও প্রতীক হাসানের ডুয়েট গানের মিউজিক ভিডিও ‘নটি বয়’। সুদীপ কুমার দীপ এর কথায় গানটি কম্পোজিশন করেছেন প্রতীক হাসান। একে আজাদ সানির গল্প নিয়ে ভিডিওটির পরিচালনায় করেছেন খ্যাতনামা পরিচালক মনির হোসেন জীবন। সহকারী পরিচালক হিসাবে ছিলেন র্যাম্প মডেল কোয়েনা চৌধুরী অন্যন্যা।
ভিডিওটিতে মডেল হিসেবে কাজ করেছেন-ফ্যাশন মডেল মামুন খান ও কণ্ঠশিল্পী রাত্রী চৌধুরী নিজেই। ড্রামাটিক এই ভিডিওটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন একে আজাদ সানি।
আসছে ঈদকে সামনে রেখে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার প্রকাশিত হয়েছে এই মিউজিক ভিডিওটি। রাজধানীর একটি রেস্টুরেন্ট এ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত উৎসবে উপস্থিত ছিলেন-জনপ্রিয় গীতিকার ও সংবাদ কর্মীরা।
বাংলাদেশেরপত্র/এডি/আর