প্রচণ্ড শীতে বিপর্যস্ত বগুড়ার মানুষ
জেলা প্রতিনিধি, বগুড়া:
কয়েকদিন ধরে শীতের তীব্রতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে বগুড়ায় সাধারণ খেটে খাওয়া মানুষগুলো জড়সড় হয়ে পড়েছেন। সামর্থবান ব্যক্তিরা নিজ ঘরে বসে থাকলেও গরীবদের পক্ষে তা সম্ভব হয়ে উঠছে না। দু’মুঠো অন্নের জন্য ছুটতে হচ্ছে কাজের সন্ধানে। প্রচণ্ড শীতের সঙ্গে পাল্লা দিয়েই চলছে তাদের জীবন সংগ্রাম।
শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ছে শীতজনিত রোগবালাই। জেলার শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনই অসংখ্য রোগী শীতজনিত বিভিন্ন রোগের জন্য ওষুধ কিনতে দোকানে দোকানে ছুটছেন। জানা গেছে, শীতের কারণে মানুষের নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশি, আমাশয় রোগ হচ্ছে। এসব রোগে মহিলা, শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। তবে শীতজনিত রোগের কারণে বগুড়ার জেলায় এখনও কেউ মারা যায় নি বলে জানা গেছে।