প্রতারক মিশু
বিনোদন ডেস্ক:
দুই এক লাখ টাকা নয়, পুরো ২০ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে মিশু সাব্বির ও তার বন্ধুরা। শামীম সিকদারের রচনা ও সুজন শাহরিয়ায়ের পরিচালনায় ‘ভ্রান্তি’ নাটকে এভাবেই দেখানো হয়েছে মিশু সাব্বির ও তার বন্ধুদের। সম্প্রতি পুরাতন বিমানবন্দর, দিয়ে বাড়ি ও ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটি চিত্রায়িত হয়েছে। এ সম্পর্কে পরিচালক সুজন শাহরিয়ার বলেন, ‘অনেকদিন পর একটি ব্যতিক্রম কাহিনী নিয়ে কাজ করলাম। নাটকটির শেষ দৃশ্য পর্যন্ত একজন দর্শককে দেখতে হবে। আর এখানেই নাটকের সতর্কতা।’ ‘মেঘনা’র প্রযোজনায় নির্মিত এ নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে দেখানো হবে। মিশু সাব্বির ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন সুমনা আফরোজা সুমা, মাহমুদুল হাসান মিঠু, মিরাক্কেলের জামিল, শামীম সিকদার, ইয়াদ আলী খান প্রমুখ।