Connecting You with the Truth

প্রতিনিধি সম্মেলন ও বর্ষসেরা সাংবাদিক সম্মাননা ক্রেস্ট প্রদান করলো ‘রংপুরের খবর’

রংপুর প্রতিনিধি: রংপুরের অনলাইন নিউজ পোর্টাল “রংপুরের খবর” কর্মরত সকল সাংবাদিক কর্মীদের নিয়ে প্রতিনিধি সম্মেলন ও বর্ষসেরা সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান করেছে।
আজ শুক্রবার সকাল ১০টায় নগরীর ড্রিমল্যান্ড কিন্টার গার্ডেন এন্ড স্কুলের হলরুমে বিশিষ্ট সাংবাদিক রংপুরের খবরের নির্বাহী সম্পাদক মো. চঞ্চল মাহমুদের সঞ্চালনায় ও রংপুরের খবরের প্রকাশক ও সম্পাদক মো. হাসান ফেরদৌস রাসেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বঙ্গের খ্যাতিমান বর্ষিয়ান সাংবাদিক সাবেক সাংসদ দৈনিক দানানলের প্রকাশক ও সম্পাদক খন্দকার গোলাম মোস্তফা বাটুল।
বস্তুনিষ্ট সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে জাতির বিবেক হিসেবে রংপুরের খবরের সকল প্রতিনিধিকে কাজ করার আহবানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. ইদ্রিস আলিসহ অন্যান্য অতিথি বৃন্দ।
অনুষ্ঠান শেষে বর্ষসেরা সাংবাদিক ও অতিথিদের হাতে ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন রংপুরের খবরের প্রকাশক ও সম্পাদক মো. হাসান ফেরদৌস রাসেল। বিডিপত্র/আমিরুল

Comments