Connecting You with the Truth

প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :  দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১২৪  রান। ২৬ রানে ইমরুল ও ৬ রানে মুমিনুল হক আউট হয়েছেন। ক্রিজে আছেন তামিম ইকবাল (২৬) ও মাহমুদুল্লাহ রিয়াদ (১১)।

আগের দিনের সাত রান নিয়ে খেলতে নামা টাইগারদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস এদিন শুরুটা করেন বেশ দেখে শুনে। এই দুই ওপেনার বেশ ভালো জবাব দিতে থাকে প্রোটিয়া বোলারদের।

এর আগে টাইগার বোলারদের দাপটে নিজেদের প্রথম ইনিংসে ২৪৮ রানে সব কটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। নিজের অভিষেক টেস্টেই টাইগার পেসার মুস্তাফিজুর নেন চার উইকেট।

Comments
Loading...