Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রথম দিনেই বাজিমাত করল ‘বাঘি ২’

প্রথম দিনেই বাজিমাত করল 'বাঘি ২'
প্রথম দিনেই বাজিমাত করল ‘বাঘি ২’

প্রথম দিনেই বক্স  অফিসে বাজিমাত করল ‘বাঘি ২’। মুক্তির প্রথম দিনেই ২৫ কোটি রুপি আয় করেছে টাইগার শ্রফ ও দিশা পাটানি অভিনীত অ্যাকশন-থ্রিলার ছবি ‘বাঘি ২’।

সাজিদ নাদিয়াদওয়ালার এই অ্যাকশন এন্টারটেইনারটি ইতিমধ্যে একটি রেকর্ড ব্রেকার। সঞ্জয় লীলা বানশ ‘পদ্মাবত’-এর ‘ফার্স্ট ডে ওপেনিং’ রেকর্ড ভেঙে দিয়েছে। এবং এই ছবিটির জন্য দারুণ রেসপন্স পাচ্ছেন দুই অভিনয়শিল্পী।
ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর ট্যুইটে লেখেন, বক্স অফিসে খুব ভালো করছে বাঘি ২। এটা একটা দুর্দান্ত শুরু। এ পর্যন্ত এ বছরের সেরা ওপেনিং। আয় করেছে ২৫.১০ কোটি রুপি। পদ্মাবতের ১৯ কোটি রুপি ওপেনিং রেকর্ড সহজেই ভেঙেছে ছবিটি।
আহমেদ খান পরিচালিত ছবিটি ভারতজুড়ে মোট ৩৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Leave A Reply

Your email address will not be published.