Connecting You with the Truth

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম হবে ‌‍“ম‍য়নামতি”

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ রাখার নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন।
একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। ভবিষ্যতে কোন জেলার নামে আর বিভাগ হবে না। নতুন নামকরণ করা হবে।’
উল্লেখ্য, প্রশাসনিক কাঠামো অনুযায়ী দেশে বর্তমানে ৮টি বিভাগ রয়েছে। ‘ময়নামতি’ হবে দেশের নবম বিভাগ।
পরিকল্পনামন্ত্রী আরো জানান, দেশের বড় শহরগুলোর যে সব জায়গায় রেল ক্রসিং রয়েছে, সেখানে ওভারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া সীমান্তবর্তী জেলাগুলোতে রাস্তা তৈরির মাধ্যমে সীমান্ত চিহ্নিত করারও নির্দেশ দেন তিনি।

Comments
Loading...