Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রাচীন নগরী নিমরুদ ধ্বংসের ভিডিও প্রকাশ আইএসের

imagesআন্তর্জাতিক ডেস্ক:

ইরাকে অ্যাসিরীয় সভ্যতার প্রাচীন নগরী নিমরুদ ধ্বংস করেছে ইসলামিক স্টেটের (আইএস) বিদ্রোহী-জঙ্গিরা। সেই ধ্বংসযজ্ঞের একটি ভিডিও অনলাইনে প্রকাশ করেছে এই সুন্নি উগ্রপন্থি গোষ্ঠীটি। বিবিসি বলছে, এরআগে চলতি বছরের মার্চে প্রকাশিত কয়েকটি আলোকচিত্রে দেখা গেছে, আইএস জঙ্গিরা নিমরুদ ধ্বংস করছে। নিমরুদ ইরাকের অন্যতম প্রতœতাত্ত্বিক সম্পদ ছিল। ভিডিওতে দেখা গেছে, প্রাচীন এই শহরটি প্রথমে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় এবং এরপর বিস্ফোরক দিয়ে মাটিতে মিশিয়ে দেয়া হয়। খ্রিস্টপূর্ব ১৩০০ অব্দে ইরাকের মসুলের ১৮ মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলে নিমরুদ শহরটি গড়ে উঠেছিল। ২০১৪ সালের জুনে মসুল দখল করে আইএস। ভিডিওতে দেখা যায়, পাথরের গায়ে খোদাই করা অমূল্য শিল্পকর্মগুলো আইএস সদস্যরা ভারি যন্ত্র দিয়ে কেটে ফেলছে। এরপর সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক স্থাপন করে বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকাটি মাটিতে মিশিয়ে দেয়া হয়। ইরাকের অনেক প্রতœতাত্ত্বিক নিদর্শন বিদেশি জাদুঘরে রয়েছে। কিন্তু প্রাণীর শরীরের ওপর মানুষের মাথা বিশিষ্ট বিশালাকৃতির ‘লামাসু’র মূর্তিগুলো নিমরুদেই ছিল। ইরাকের যে অঞ্চলটি জঙ্গিরা দখল করে নিয়েছে সেখানে দেশটির তালিকাভুক্ত ১২ হাজার প্রতœতাত্ত্বিক স্থানের মধ্যে ১৮শ’ স্থান রয়েছে। আইএস ইতোমধ্যে মসুলের লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে। লাইব্রেরিটিতে ৮ হাজার প্রাচীন অমূল্য পাণ্ডুলিপি ছিল। মার্চে ইরাক সরকার জানিয়ে ছিল, আইএস যোদ্ধারা বেছে বেছে সব ঐতিহাসিক নিদর্শন গুঁড়িয়ে দিচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.