‘প্রাণের চেয়ে প্রিয়’ নিয়ে লোপা-ইলিয়াস
বিনোদন ডেস্ক:
সংবাদ পাঠিকা ও কন্ঠশিল্পী লোপা হোসেন ভালোবাসা দিবস উপলক্ষে একটি মিশ্র অ্যালবামে গান করেছেন। আর এ গানটিতে প্রথমবার তার সঙ্গে কন্ঠ দিয়েছেন ইলিয়াস হোসেন। ‘প্রাণের চেয়ে প্রিয়’ শিরোনামের এ গানটি ১৬ জানুয়ারি মগবাজারের একটি স্টুডিওতে রেকর্ডিং হয়েছে। জিয়াউদ্দিন আলমের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। গানটি নিয়ে লোপা হোসেন বলেন, ‘এ প্রজন্মের ছেলেমেয়েদের জন্য ভালোবাসার এ গান। সবার পছন্দ হবে বলে আশা করছি। আর খুব শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।’ বিশ্ব ভালোবাসা দিবসে ‘কন্যা’ শিরোনামে মিশ্র অ্যালবামে গানটি থাকবে বলে জানা যায়।