প্রার্থীদের সাথে সিইসির মতবিনিমিয় ১১ এপ্রিল থেকে
ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। আগামী ১১, ১২ ও ১৩ এপ্রিল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
রবিবার ইসির উপ-সচিব সামসুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিন জানান, ইসির পক্ষ থেকে তিনটি তারিখ নির্ধারণ করে রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা মতবিনিময় সভার আয়োজন করে সিইসি ও অন্যান্য কমিশনারদের অতিথি রাখবেন। আগামী ১১ এপ্রিল ঢাকা উত্তর সিটি, ১২ এপ্রিল চট্টগাম সিটি এবং ১৩ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটির প্রার্থীদের সাথে সিইসি এ মতবিনিময় করবেন।
প্রার্থীদের কাছ থেকে সিইসি কিছু পরমর্শ নেবেন উল্লেখ করে সামসুল আলম জানান, প্রার্থীরা যাতে আচরণবিধি ভঙ্গ না করেন তার জন্য মতবিনিময় সভায় বেশ কিছু নির্দেশনা দেয়া হবে।
উত্তর সিটির প্রার্থীদের সাথে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে, চট্টগ্রাম সিটির প্রার্থীদের সাথে চট্টগ্রামের মুসলিম ইন্সটিটিউট হলে এবং ঢাকার দক্ষিণ সিটির প্রার্থীদের সাথে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সভায় নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ও ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।