প্রিয়াঙ্কাকে বিজ্ঞাপনে বড়মাপের অফার
রঙ্গমঞ্চ ডেস্ক:
‘মেরি কম’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর এখন প্রিয়াঙ্কা চোপড়া হয়ে পড়েছেন বালিউডের সবচেয়ে দামি নায়িকা। কেননা, একটি কোম্পানি তাকে বিজ্ঞাপনের জন্য অফার করেছে ১১ কোটি টাকা। অবশ্য এখন পর্যন্ত প্রিয়াঙ্কা ওই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কিনা তা জানা যায়নি। সাধারণত বিজ্ঞাপনের ক্ষেত্রে সর্বাধিক উপার্জন করা নায়িকাদের মধ্যে ক্যাটরিনা, দীপিকা এবং ঐশ্বরিয়া রায় রয়েছেন। তাদের এক একটি বিজ্ঞাপনের জন্য কোম্পানিগুলো পাঁচ থেকে ছয় কোটি টাকা দেয়। সম্প্রতি প্রিয়াঙ্কাকে এই বিজ্ঞাপনের জন্য যে টাকা অফার করা হয়েছে, তা সত্যিই একটি বড় খবর।