প্রীতি হায়দারের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার:
সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারের বিরুদ্ধে এক কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের অবৈধ সম্পদের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত কাল দুপুরে কমিশনের নিয়মিত সভায় এ মামলার অনুমোদন দেওয়া হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য অনুমোদনের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিগগিরই মামলাটি দায়ের করা হবে। প্রীতি হায়দারের অবৈধ সম্পদের অভিযোগটি অনুসন্ধান করেছেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটওয়ারী। দুদকের এ কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে তিনি জানান।
এর আগে, গত বছরের ২১ আগস্ট মাহবুবুর রহমানের বিরুদ্ধে প্রায় সাড়ে চার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ এনে মামলা দায়ের করে দুদক।