Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রেমিক করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে আলিয়া

বলিউড তারকা রণবীর কাপুর করোনা আক্রান্ত হয়েছেন। রণবীরের পাশাপাশি করোনায় সংক্রমিত পরিচালক সঞ্জয় লীলা বানশালীও।

এ দুজনের সঙ্গেই টানা কাজ করছিলেন আলিয়া। তাই কোভিড টেস্ট নেগেটিভ এলেও অভিনেত্রী নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

এদিকে প্রেমিক রণবীর করোনায় আক্রান্ত হওয়ায় আলিয়ার জন্মদিনের পার্টি বাতিল করা হয়েছে।

বলিউডসূত্রের বরাতে খবরে বলা হয়, ১৫ মার্চ আলিয়ার জন্মদিন। দিনটি উদযাপনের আগাম আয়োজন নাকি ঠিক করে রেখেছিলেন রণবীর। কিন্তু হঠাৎ করে মহামারিতে আক্রান্ত হওয়ায় সব আয়োজন বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার মা নীতু কাপুর সংবাদমাধ্যমকে জানান, রণবীর কোভিড পজিটিভ। বাড়িতেই চিকিৎসা চলছে তার। তবে খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকেই রণবীর করোনা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.