Connecting You with the Truth

প্রেমীদের কৌতূহল মিটতে চলেছে

1340466-28803089-2560-1440-685x320স্পোর্টস ডেস্ক:
আর মাত্র একদিন। এরপরই জানা যাবে কে হচ্ছেন ফিফা বর্ষসেরা ফুটবলার। গতবছরের শ্রেষ্ঠ ফুটবলার কে ছিলেন, সোমবারই তা জানা যাবে। মিটে যাবে বিশ্বফুটবলের সকলের কৌতূহল। কার হাতে উঠবে ফিফা ব্যালন ডি’অর? তিনজনের সংক্ষিপ্ত তালিকায় যথারীতি আছেন আর্জেন্টাইন অধিনায়ক আর বার্সেলোনার তারকা স্ট্রাইকার লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো এবং বায়ার্ন মিউনিখের জার্মান তারকা গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। এর আগে টানা চারবার বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন মেসি। আর রোনালদো দুইবার এ খেতাব জিতেছিলেন। ন্যুয়ের কোনোবার এ পুরস্কারের স্বাদ নিতে পারেননি। ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টাইন তারকার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। অনেকটা একাই দলকে টেনে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপের ফাইনালে। জিতেছেন বিশ্বমঞ্চের সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’। ক্লাবের হয়ে গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। অন্যদিকে, রোনালদোর যে পারফরমেন্স ছিল তাতে গতবছরের শ্রেষ্ঠ ফুটবলার হলে কেউ অবাক হবেনা। রোনালদো ক্লাবকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, কোপা দেল রে, উয়েফা সুপার কাপ আর সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। এদিকে, জার্মানদের হয়ে বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ন্যুয়ের ব্যালন ডি’অর জিতলে তার হবে নতুন রেকর্ড। কারণ ১৯৬৩ সালে মস্কোর গোলরক্ষক ইয়াসিন ডায়নামো জিতেছিলেন বর্ষসেরার পুরস্কার। তার পর আর কোন গোলরক্ষক ফিফা বর্ষসেরা হতে পারেননি। বিশ্বের জাতীয় ফুটবল দলগুলোর কোচ এবং অধিনায়করা বছরের শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচনে ভোট দিয়েছেন। এছাড়া ভোট দিয়েছেন বিশ্বের বাছাই করা শীর্ষ ফুটবল সাংবাদিকগণ।

Comments
Loading...