Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রেসক্রিপশনের ‘দুর্বোধ্য’ লেখা পড়ে দেবে গুগলের এআই

প্রেসক্রিপশনের ‘দুর্বোধ্য’ লেখা পড়ে দেবে গুগলের এআই

চিকিৎসকদের দেওয়া ব্যবস্থাপত্র ওষুধের দোকানের কর্মচারী ছাড়া সাধারণের পাঠোদ্ধার প্রায় দুঃসাধ্য কাজ! অনেক ভুল পাঠোদ্ধারের কারণে ভুল ওষুধ সেবনের ঘটনাও ঘটে। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে গুগল। গুগলের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিকিৎসকদের এই দুর্বোধ্য লেখা পড়ে দিতে সহায়তা করবে!

প্রযুক্তি পত্রিকা দ্য ভার্জের এক প্রতিবেদন থেকে জানা যায়, হাতের লেখা শনাক্ত করতে সক্ষম এ এআই মডেল তৈরিতে এরই মধ্যে ফার্মাসিস্টদের সঙ্গে কাজ শুরু করেছে টেক জায়ান্ট গুগল। গত ১৯ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত গুগলের বার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

গুগল জানিয়েছে, গুগল লেন্স প্রযুক্তি কাজে লাগিয়ে এটি ব্যবহার করা যাবে। প্রথমে গুগল লেন্সে ব্যবস্থাপত্র স্ক্যান করতে হবে বা ছবি তুলে তা আপলোড করতে হবে। এআই প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবস্থাপত্রের নির্দেশাবলি ও ওষুধের নাম জানাবে গুগল। গুগল লেন্সের মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য অনুসন্ধানসহ এর সঙ্গে যুক্ত গুগলের ট্রান্সলেট ফিচারের মাধ্যমে অনুবাদ করার সুবিধাও থাকবে।

সম্মেলনে ওষুধ ও নির্দেশনা সঠিকভাবে শনাক্তকরণে এআই মডেলটির কার্যকারিতা দেখিয়েছে গুগল। ওষুধের নাম ও নির্দেশাবলি দ্রুত শনাক্ত এবং তথ্যভান্ডার তৈরির জন্য ফার্মাসিস্টদেরও এতে যুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল। নতুন এ মডেলটি চিকিৎসাবিষয়ক বিভিন্ন তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণে সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শিগগিরই নতুন এ প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত করা হবে।

Leave A Reply

Your email address will not be published.