প্রোটিয়াদের এতো বাজে খেলতে দেখেন নি সৌরভ গাঙ্গুলি
স্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় ব্যবধানে হারের পর সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, শেষ কবে প্রোটিয়াদের এতো বাজে খেলতে দেখেছেন তার মনে নেই। রবিবার মেলবোর্নে বিশ্বকাপের ওই ম্যাচে ‘ম্যান ইন ব্ল“’র কাছে ১৩০ রানে পরাজিত হয় ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা। অন্যান্য সময় ভালো খেললেও বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত গিয়ে বাড়ির বিমান ধরতে হয় প্রোটিয়াদের। এ কারণে তারা পরিচিত ‘চোকার’ নামে। তারপরেও এমসিজিতে রবিবার ৮৬,৮৭৬ জন দর্শকের সামনে এভাবে কুপোকাত হওয়াটাকে অস্বাভাবিক মনে করছেন অনেকেই। তার মধ্যে রয়েছেন গাঙ্গুলিও। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, ‘শেষ কবে দক্ষিণ আফ্রিকা এই ধরনের ক্রিকেট খেলেছে আমার মনে নেই।’ দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক পারফর্মেন্স অনুযায়ী অনেক ক্রিকেট বোদ্ধায় মনে করছিলেন, প্রোটিয়ারা এবারের বিশ্বকাপে ‘চোকার’ নামের কলঙ্ক ঘোচাবে। কিন্তু প্রথম ম্যাচেই এমন হার পুরনো অতীতেই তাদেরকে নিয়ে যাচ্ছে কিনা, সেটা নিয়ে কপালে ভাঁজ ফেলতেই হচ্ছে।