Connecting You with the Truth

ফরিদপুরের বিভিন্ন স্থান হতে প্রতারক চক্রের ০৬ ব্যক্তি আটক।

মোঃ খালেদুর রহমান , ফরিদপুর ব্যুরো ঃ র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১০ এপ্রিল ২০১৭ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বিভিন্ন স্থানে কতিপয় ব্যক্তি জেলা কর্ম সংস্থান ও জনশক্তি অফিসের নাম ভাঙ্গিয়ে বিদেশ পাঠানোর নামে অবৈধ ভাবে ঔড়ন ঝববশবৎ জবমরংঃৎধঃরড়হ ঋড়ৎস পুরন এবং ঋরহমবৎ চৎরহঃ এর মাধ্যমে প্রতারনা কার্যক্রম চালিয়ে আসছে। উক্ত সংবাদ প্রাপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল তল্লাশী অভিযান পরিচালনা করে সর্বমোট ৮০টি অপুরনকৃত ঔড়ন ঝববশবৎ জবমরংঃৎধঃরড়হ ঋড়ৎস উদ্ধার করে এবং ফরিদপুর শহরের বিভিন্ন স্থান হতে ০৬ জন ব্যক্তিকে আটক করে। তৎপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জনাব মোঃ পারভেজ মল্লিক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আকটকৃত আসামী ১। রাশেদুল হাসান জয়(২৫), পিতাঃ আঃ রব মিয়া, সাং-ওয়ারলেস পাড়া, ২। আহাদ খান(১৮), পিতাঃ রিয়াজুল খান, সাং-ভাটিলক্ষীপুর, ৩। মোঃ ফয়সাল আহম্মেদ(২৮), পিতাঃ মোঃ ছামসুল আলম, সাং-মোল্লাবাড়ী সড়ক, ৪। দীপ ভট্টাচার্য (২৮), পিতাঃ দ্বিজেন ভট্টাচার্য, সাং-গৌড়গোপাল আঙ্গিনা, সর্বথানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুরদেরকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড, ৫। মোঃ ফরিদ হোসেন(২৬), পিতাঃ মোঃ মহি উদ্দিন, সাং-ছোট গিঘাটি, থানাঃ কালীগঞ্জ, জেলাঃ ঝিনাইদহকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ০৫(পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড দন্ডিত করেন এবং এ ঘটনার সাথে জড়িত ৬। অসীম দাস(৩০), পিতাঃ নারায়ন চন্দ্র দাস, সাং-গোয়ালচামট, থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুরকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ১০০০০/-(দশ হাজার) টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন।

এ সংক্রান্তে মোবাইল কোর্ট মামলা নং-৮৯/১৭, ৯০/১৭,৯১/১৭,৯২/১৭,৯৩/১৭ ও ৯৪/১৭ তারিখ ১০ এপ্রিল ২০১৭ রুজু করা হয়েছে।

Comments
Loading...