Connecting You with the Truth

ফরিদপুরের মেয়ে আদৃতা ভবিষ্যতে ডাক্তার হয়ে বঞ্চিত মানুষের পাশে দাড়াতে চায়

Adrita-School-Pictureফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের সানরাইজ স্কুল থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে মেহেজাবিন ইসলাম আদৃতা এবার জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উত্তির্ন হয়েছে। আদৃতা ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা কনভেনর এবং আমার ফরিদপুর গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক আরিফ ইসলাম এবং মাসুমা ইসলাম মনির একমাত্র সন্তান। আদৃতা ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হয়ে সমাজের অবহেলিত চিকিৎসা বঞ্চিত কমভাগ্যবান মানুষের পাশে দাড়াতে চায়। অদৃতা জানায়, সে প্রতিদিন গড়ে ৮ ঘন্টা করে পড়ালেখা করতো তবে কোন কোচিং সেন্টারে সে যায়নি। সানরাইজ স্কুলের ফাইনাল পরীক্ষায়ও সে জিপিএ ৫ পেয়েছে। এই সাফল্যের জন্য আদৃতা মহান সৃুষ্টকর্তা এবং তার শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে যেন আরো ভালো রেজাল্ট করতে পারে সে জন্য আদৃতা সবার কাছে দোয়া চেয়েছে।

Comments
Loading...