ফরিদপুরে অস্ত্র ও গুলিসহ ২টি হত্যা মামলার আসামী আটক।
ফরিদপুর থেকে , মোঃ খালেদুর রহমান ঃ ফরিদপুরের পৌর সদরের গোয়ালচামট ওয়ারলেস পাড়া থেকে গতকাল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮। র্যাব-৮। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।
ফরিদপুর র্যাব-৮ জানায় গোপন সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালচামট ওয়ারলেস পাড়াস্থ জনৈক হাবিবুর রহমানের বাড়ীর একজন ভাড়াটিয়া দেশী-বিদেশী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর মোঃ মোস্তফা কায়জার এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার সকাল আনুমানিক ০৭.৪৫ ঘটিকার সময় উল্লেখিত বাড়ীর সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত বাড়ী হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। এ সময় তার নিকট থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।আটককৃত ব্যক্তি রাজবাড়ি জেলার উত্তর দৌলদিয়া গ্রামের আইয়ুব আলীর পুত্র মোঃ আনোয়ার হোসেন (৩০)। স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আনোয়ার দীর্ঘ দিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। র্যাব-৮ জানায় আনোয়ারের বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় ০২টি হত্যা মামলা রয়েছে।
এ ব্যাপারে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।