ফরিদপুরে জাকের পার্টির র্যালী ও আলোচনা সভা
আবু নাসের হুসাইন:
বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কু:ছে:আ:) কেবলাজান সাহেবের পবিত্র ফাতেহা শরীফ ২০১৭ উপলক্ষে ফরিদপুরে জাকের পার্টির র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোয়ালচামট কাম কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) সাহেবের পবিত্র ফাতেহা শরীফ আগামী ১লা মে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কেবলাজান হুজুরের আত্মাতিক উত্তসুরী পীরজ্বাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ও পীরজ্বাদা আলহাজ খাজা মেজভাইজান মুজাদ্দেদী সাহেব দ্বয়ের নির্দেশক্রমে জেলা জাকের পার্টির উদ্যেগে ফরিদপুর শহরে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। প্রথমে র্যালীটি গোয়ালচামট ভাঙ্গা রাস্তার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে জেলা জাকের পার্টির সভাপতি মো. মশিউর রহমান যাদু মিয়ার সভাপতিত্বে গোয়ালচামট কাম-কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাকের পার্টির নেতা ও মিশন প্রধান মুরাদ হোসেন জামাল, কেন্দ্রীয় মিশন সদস্য সিরাজুল ইসলাম, জেলা জাকের পার্টির সাংগাঠনিক সম্পাদক হাবিবুর রহমান পিকু, কোতয়ালী থানা জাকের পার্টির সভাপতি নজরুল ইসলাম কেসমত, শ্রমিকফ্রন্টের সভাপতি ফকির আব্দুল মান্নান, ছাত্রফ্রন্টের সভাপতি মো. নাজিম উদ্দীন খান, ভাঙ্গা উপজেলা সভাপতি রওশন আলী ভুঁইয়া, সালথা উপজেলা সভাপতি ছরোয়ার হোসেন বাচ্চু, চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা মিয়া প্রমূখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি মো. আজিজুর রহমান।