ফরিদপুরে টেন্ডারের কার্যাদেশ না দেওয়ার অভিযোগ
ফরিদপুর থেকে নাজিম বকাউল ঃ ফরিদপুর হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওন পুলিশ সুপারের কার্যালয়, ফরিদপুর-এর অধীনে গত ১২/০১/২০১৭ইং তারিখে বিভিন্ন জেলার হাইওয়ে থানার ১২ গ্রুপের মেরামত ও সংস্কারের টেন্ডার আহ্বান করা হয়। যার পুলিশ হেডকোয়াটার ঢাকা স্মারক নং- ৪৪.০১.০০০০.০৪৩.৩৬০-২০১৬/৮৪০২(৪) তাং ০৪/১২/২০১৬ খ্রিঃ । বরাদ্দের মোট টাকা ২৯ লক্ষ। যার টেন্ডার ড্রপিং ও খোলার তারিখ ছিল ১২/০১/২০১৭ইং। ওইদিন ১২টা ৩০ মিনিটের সময় টেন্ডার বাক্স খোলা হলেও তিনমাস অতিবাহিত হলেও অদ্যবধি এর কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে ঠিকাদাররা অভিযোগ করেন। উক্ত টেন্ডারে মোট ৫ জন ঠিকাদারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন এবং ১৬/০১/২০১৭ইং তারিখে দরপত্র মূল্যায়নের সময় ছিল দুপুর ১২টা পর্যন্ত।
ঠিকাদার তুহীন অভিযোগ করে জানান, তিনমাস অতিবাহিত হলেও অদ্যপর্যন্ত আমাদের কোনো টেন্ডারের বিষয়ে কোনো অবগত করেন নাই কর্তৃপক্ষ।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ সুপার মাদারীপুর রিজিওন ফরিদপুর-এর সাথে তার টেলিফোন নং (০৬৩১৬৬৮৮৬)-এ যোগাযোগ করলে তিনি ফোনটি রিসিভ করেন নাই বলে তার বক্তব্য পাওয়া যায় নাই।