Connecting You with the Truth

ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ১৭ সেন্টমিটার উপর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিpadma pic1

ফরিদপুরে হু হু করে বাড়ছে পদ্মার পানি। বর্তমানে পদ্মার পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার পদ্মানদীর গোয়ালন্দ পয়েন্টের পানি পরিমাপক গেজ রিডার মো. ইদ্রিস আলী জানান, সোমবার পানি ১২ঘন্টায় ১২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি জানান, স্বাভাবিক মাত্রা ৮ মিটার ৬৫ সেন্টিমিটার থেকে বেড়ে বর্তমানে ৮মিটার ৮২ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই বাড়তে শুরু করেছে পদ্মার পানি। শেষ তিন চার দিনে পানি বেড়ে শহর রক্ষা বাঁধ ছুই ছুই করছিল। সোমবার শহর রক্ষা বাঁধের বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বাঁধ উপচে পান প্রবেশ করছে নিচু এলাকার কোথাও কোথাও।

Comments
Loading...