Connecting You with the Truth

ফরিদপুরে প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষকের(ডি.সি)সাথে সাংবাদিকদের মতবিনিময়

bangladesherpatro_breakingমোঃ খালেদুর রহমান,ফরিদপুর ঃ ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার দুপুর ১২ টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক ও প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সরদার সরাফত আলী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন আজ জেলা প্রশাসক হিসাবে নয় প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা জানেন ফরিদপুরে ৪টি ইউনিয়ন সম্পূর্ন এবং ১৩টি ইউনিয়ন আংশিক বন্যা কবলিত। ফরিদপুরের বিভিন্ন স্তরের প্রশাসনের কর্মকর্তা এবং জন প্রতিনিধিগন দিনরাত পরিশ্রম করে যাচ্ছে যাতে এ সব এলাকার লোকজনের জন্য কোন বড় সমস্যার সৃষ্টি না হয়। আমাদের অনেকগুলো টিম বন্যা কবলিত লোকদের খাবার ,ঔষধ সহ প্রয়োজনীয় সব সরবরাহ করছে। এ পর্যন্ত চরহরিরাম,চরভদ্রশনসদর,নর্থচ্যানেল, নারকেল বাড়িয়া,ও নাছিরাবাদ সহ অন্যান্য এলাকায় ৩ হাজার পরিবারের মধ্যে ত্রান দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী নিজে উপস্থিত থেকে ৮শত ৫০টি পরিবারের মধ্যে ত্রান বিতরন করেছেন।এ সমস্যা মোকাবেলার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। কোথায় কোন সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন আমি ২ ঘন্টার মধ্যে তা সমাধান করব । এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন আপনারাও এগিয়ে আসেন যেহেতু আমি প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তাই আমি আপনাদের সাথে আছি। আপনারা টিম গঠন করেন সিডিউয়েল ঠিক করেন পরবর্তী ব্যবস্থা আমি করব। এ সময় প্রায় শতাধিক সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নঈম আবদুস ছবুর প্রমুখ।

Comments
Loading...