ফরিদপুরে ১০২ পিচ ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান ঃ ফরিদপুরের মধুখালি উপজেলার পুর্বগাড়াখোলা সাহাপাড়া থেকে শনিবার বিকালে একশত দুই পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ।শনিবার বিকাল ৩ ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মধুখালী রেলক্রসিং এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ জানতে পারে যে, ফরিদপুর জেলার মধুখালী থানাধীন পূর্বগাড়াখোলা সাহাপাড়া এলাকার জনৈক শ্রী সুশান্ত কুমার সাহা এর বসতভিটার পাশে বাগানের মধ্যে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক(ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক বিকাল ৩.৩০ ঘটিকার সময় উল্লেখিত বাগানের নিকট পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ রুবেল শেখ(২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। রুবেল মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামের মোঃ সিদ্দিক শেখের পুত্র । আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামী শরীর তল্লাশি করে তার পরিহিত গ্যাবাডিং প্যান্টের সামনের বাম পকেট হতে একটি ছোট নীল রংয়ের প্লাস্টিকের প্যাকেটে রক্ষিত সর্বমোট ১০২(একশত দুই) পিস লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগর সর্বমোট ৩০০৫/-(তিনহাজার পাঁচ) টাকা ও ০১টি মোবাইল সেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর মূল্য (১০২দ্ধ৩০০)=৩০,৬০০/-টাকা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সম্পর্কে আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদকদ্রব্য মধুখাখি থানা এলাকাসহ আশেপাশের লোকজনের সাথে ক্রয়-বিক্রয় করে আসছে।
এ ব্যাপারে ফরিদপুর জেলার মধুখালী থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।