ফরিদপুরে ৬টি মোবাইলসেট, ২০টি সিম, ও ৩৯,৯৫০/-টাকাসহ প্রতারক চক্রের ০৩জন সদস্য গ্রেফতার
খালেদুর রহমান ,ফরিদপুর: র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন অনুসন্ধানে জানতে পারে যে, দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলার একদল সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্নভাবে বিপুল পরিমান টাকা লটারীতে পেয়েছে মর্মে প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনদের নিকট হতে প্রতারণামূলক ভাবে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প দীর্ঘদিন ধরে প্রতারক চক্রের সদস্যদের সনাক্তের জন্য বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম চালিয়ে আসছে। এরই এক পর্যায়ে ১৪ ফেব্রুয়ারী ২০১৭ ইং জনৈক মোঃ মেহের আলী(২৬) পিতা- মৃত বাহার মন্ডল, সাং- ভাইলক্ষিপুর, থানা- চারঘাট, জেলা- রাজশাহীকে প্রতারক চক্রের সদস্যরা ফরিদপুর এলাকা হতে তাকে ফোন করে জানায় যে, সে তেত্রিশ লক্ষ টাকা লটারিতে বিজয়ী হয়েছেন। উক্ত তেত্রিশ লক্ষ টাকার ভ্যাট বাবদ তেত্রিশ হাজার টাকা বিকাশের মাধ্যমে তাদের দিলে সে তেত্রিশ লক্ষ টাকা পাবে। র্যাব এই সংবাদটি পাওয়ার পর এ বিষয় নিয়ে কাজ শুরু করে। প্রতারক চক্রদের ব্যবহৃত মোবাইল নম্বর ট্য্রাকিং করে এবং প্রয়োজনীয় অনুসন্ধান করে জানতে পারে যে, প্রতারক চক্রের সদস্যদের অবস্থান ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন কাউলিপাড়া এলাকায়। সুনির্দিষ্টভাবে এ তথ্যের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-২ এর ক্যাম্প কমান্ডার(ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ১৪-০২-১৭ খ্রিঃ তারিখ ১৭.০০ ঘটিকার সময় ভাঙ্গা থানাধীন কাউলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সদস্য আসামী ১। রুবেল আহম্মেদ(৩০) পিং- মোঃ আলী আকবর,২। মোঃ জহিরুল হাওলাদার (৩৮), পিং- মোঃ এবারেক হাওলাদার, উভয় সাং- তুযারপুর, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুরদ্বয়কে আটক করে। আটক আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে এবং জানায় যে, ফরিদপুর জেলার সদরপুর থানাধীন সদরপুর কলেজ মোড় পিয়াজখালী রোড কাজী হাশেম কমপ্লেক্সের নীচতলায় টিপু মোবাইল সেন্টার এর মালিক তাদের সহযোগী আসামী ৩। মোঃ টিপু কাজী (২৬) এর মাধ্যমে বিকাশে লেনদেন এর কার্যক্রম করে। পরে আসামীদ্বয়ের দেওয়া উক্ত তথ্যের ভিত্তিতে ১৪-০২-১৭ খ্রিঃ ১৯.৩০ ঘটিকার সময় সদরপুর থানাধীন সদরপুর কাজী হাশেম কমপ্লেক্সের নীচতলায় টিপু মোবাইল সেন্টার নামক দোকানে অভিযান করে আসামী ৩। মোঃ টিপু কাজী (২৬)পিতা- মোঃ আপতা কাজী, সাং- ঢেউখালী, থানা- সদরপুর, সর্বজেলা- ফরিদপুরকে আটকপূর্বক উক্ত দোকান তল্লাশি করে প্রতারণার কাজে আসামীদের ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর ০৬(ছয়)টি মোবাইলফোন, বিভিন্ন অপারেটরের ২০টি সিম এবং প্রতারণামূলকভাবে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়া নগদ ৩৯,৯৫০/-(উনচল্লিশ হাজার নয়শত পঞ্চাশ) টাকা উদ্ধার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে মোবাইলের মাধ্যমে বিভিন্ন লোকদের প্রলোভন দেখিয়ে প্ররোচিত করে প্রতারণামূলক ভাবে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছে।