ফাঁস হয়ে গেলো পেলের গুমর!
স্পোর্টস ডেস্ক:
ফুটবলের রাজা বলা হয় তাকে। কেউ কেউ ডাকেন কালো মানিক বলে। এতক্ষকে বুঝে ফেলেছেন কার কথা বলা হচ্ছে। পেলে। ফুটবলের জীবন্ত কিংবদন্তি। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি ব্রাজিলকে তিন তিনবার বিশ্বকাপ উপহার দিয়েছেন। দু’পায়ের বুট তুলে রেখেছেন অনেক আগে। তারপরও পেলের তো মাঠের ফুটবলের সঙ্গেই জড়িয়ে থাকার কথা ছিল ওতপ্রোতভাবে। যেমন ধরুণ ‘কোচ’ হিসেবে। অনেক প্রাক্তন ফুটবলারই তো ‘কোচ’ পেশা বেছে নিয়েছেন। তাহলে পেলে কেন ওই পথে পা মাড়ালেন না। এতদিন পর সেই গুমর ফাঁস করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তার মতে, কোচিং পেশার ঝুঁকি তিনি নিতে চান না। কারণ এখানে বেশির ভাগ সময়ই দল খারাপ করলে বঁলির পাঠা বানানো হয় কোচকে। আর সে কারণে কোচ হওয়ার বহু প্রস্তাব পেয়েও সেগুলো ফিরিয়ে দিয়েছেন অবলিলায়। বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবির পরও তাকে ব্রাজিল দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রত্যাখান করেছেন পেলে, ‘এ ধরণের প্রস্তাব পাওয়াটা ছিল আমার জন্য সম্মানের। ব্রাজিলিয়ানরা আমার ওপর আস্থা রেখেছে। তবে এই ঝুকিটা আমি নিতে পারি না। শুধু ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাবই নয়, প্রতি সপ্তাহে বিভিন্ন স্থান থেকে এমন প্রস্তাব আসে।’ কোচিং পেশায় নিজেকে জড়াবেন না এটা ঠিক করে রেখেছিলেন পেলে খেলা ছাড়ার পর থেকেই। এদিন তিনি কোচদের পক্ষ নিয়ে বললেন, ‘দল সফল না হলে কোচের কী দোষ। ব্যর্থ তো হয় খেলোয়াড়েরাই। কিন্তু দলের পরাজয়ে সবসময় কোচকে দায়ী করা হয়।’