ফাইনাল-সেরা ফকনার
=স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ নতুন নতুন তারকার জন্ম দেয়। যেমন এবারের বিশ্বকাপে বেশ কয়েকজন খেলোয়াড় দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে নজর কেড়েছেন। জেমস ফকনার তেমনই এক খেলোয়াড়। ফাইনালে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন এই অসি অলরাউন্ডার। ৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন ফকনার। ৩০ রানে ৩ উইকেট লাভ করা মিচেল জনসনও হতে পারতেন ম্যাচ সেরা খেলোয়াড়। তবে পরিস্থিতি বিবেচনায় নির্বাচকরা ফকনারকেই বেছে নেন। কেকনা, এক ওভারের মধ্যে রস টেলর ও কোরি অ্যান্ডারসনকে সাজঘরে ফিরিয়ে দিয়ে কিউই ব্যটিংয়ের কোমর ভেঙে দেন তিনি। এছাড়া পথের কাঁটা হয়ে থাকা গ্রান্ট ইলিয়টকেও সাজঘরের পথ দেখান এই অসি অলরাউন্ডার।