ফাতাহ ও হামাসের মধ্যে সংলাপ শুরু
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সংগঠন ফাতাহ ও গাজা অঞ্চলের নিয়ন্ত্রক খালেদ মিশালের নেতৃত্বাধীন হামাসের মধ্যে সংলাপ শুরু হয়েছে।
দু’পক্ষের মধ্যে অভ্যন্তরীন বিবাদ নিরসন এবং মতৈক্যের সরকার গঠনে লক্ষ্যে পৌঁছানোর জন্য বুধবার মিশরের রাজধানী কায়রোয় এ সংলাপ শুরু হয়।
সংলাপে ফাতাহ’র প্রতিনিধি দলের প্রধান আজাম আল-আহমদ সাংবাদিকদের বলেন, দু’দিনব্যাপী এ সংলাপের মূল আলোচ্য গাজায় মতৈক্যের সরকার গঠন এবং কোনো ধরনের বাধা ছাড়াই ওই কর্তৃপক্ষকে সর্বময় ক্ষমতাধারী হিসেবে প্রতিষ্ঠিতকরণ।
সংবাদ মাধ্যমগুলো বলছে, গাজা অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে অক্টোবরের শেষের দিকে পরোক্ষ সংলাপে বসতে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিনিধি দল একমত হওয়ার পর এ সংলাপ শুরু হলো।
৫০ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর মিশরের মধ্যস্থতায় গত ২৬ আগস্ট শান্তিচুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল।
তবে, অক্টোবরে ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী সমঝোতায় পৌঁছাতে ফিলিস্তিনের বিবাদমান দু’টি পক্ষের মতৈক্যে পৌঁছানোর ব্যাপারে জোর দিয়ে আসছিল তেলআবিব।