ফিরছেন জনসন
স্পোর্টস ডেস্ক:
প্রায় একমাস বিশ্রাম শেষে রবিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে ওয়ানডে ম্যাচে মাঠে নামতে চলেছেন অজি পেসার মিচেল জনসন। ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের পর থেকেই মাঠের বাইরে ছিলেন অস্ট্রেলিয়া দলের এই নির্ভরযোগ্য পেসার। মাঠে ফেরা এবং হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে জনসন বলেন, ‘এখন আমি আগের চাইতে ভাল আছি। কোথাও কোন ব্যথা নেই। তাই আমি মাঠে নামতে চলেছি, অপেক্ষা করছি বাউন্সি উইকেটে বল করার জন্য।’ এর আগে পরপর বেশকিছু ওয়ানডে ম্যাচ ও টেস্ট খেলে ক্লান্ত হয়ে পড়েছিলেন জনসন। ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া ও দলের কোচ ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করার সাথে সাথেই তাকে বিশ্রামে পাঠান যাতে করে ১৪ ফেব্র“য়ারি থেকে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে দলের জন্য তাকে সম্পুর্ণ ফিটভাবে পাওয়া যায়। প্রসঙ্গত, ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার ভারত ও ইংল্যান্ডের মধ্যে জয়ী দল মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে পহেলা ফেব্র“য়ারি।