Connecting You with the Truth

ফেনীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ

ফেনী প্রতিনিধি:
ফেনীতে মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। এ সময় আগুনে দগ্ধ হয় ট্রাকটির চালক মিরাজুল (৩৫)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী মালবাহী ট্রাকটি ফতেহপুর এলাকায় পৌঁছলে অবরোধকারীরা ট্রাকটিকে থামিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে জ্বালিয়ে দেয়। এ সময় গাড়িতে থাকা মিরাজুল আগুনে দগ্ধ হয়। এ সময় আরো বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করে অবরোধকারীরা।
পরে স্থানীয়রা ফেনী হাইওয়ে পুলিশের সহযোগিতায় দগ্ধ চালক মিরাজকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরাজের বাম হাতের পুরো অংশ এবং পায়ের কিছু অংশ পুড়ে গেছে। পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ মিরাজুল ভোলা জেলার নূর মোহাম্মদের ছেলে।

Comments