Connecting You with the Truth

ফেনীর শুভপুর থেকে অপহৃত মেয়ে শিশুটি ভূজপুর থানা থেকে উদ্ধার

ভূজপুর প্রতিনিদি:
ফেনী জেলার ছাগলনাইয়া থানার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রাম থেকে অপহৃত শিশুকে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার চিকনছড়া কলনীর আব্দুল শুক্কুরের বাড়ী থেকে ১৯ মার্স-এ সকাল ৫ টার সময় শিশুটিকে উদ্ধার করা হয়।
এই ঘটনায় শিশুটির খালু শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার বেলা ১ টার দিকে ২ বৎসর বয়সী শিশু তাসরিফা জামালকে অপহরণ করা হয়। শিশুটির মা মর্জিনা আক্তার অভিযোগ করেন, অপহরণ কারীরা মুটোফোনে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যাকরে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়। র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মোজ্জাম্মেল হোসেন জনান মর্জিনা আক্তারের অভিযোগ পেয়ে র‌্যাব শিশুটিকে উদ্ধারের অভিযান শুরু করে ১৯ ঘন্টা পর চট্টগ্রাম জেলার ভূজপুর থানার চিকনছড়া কলনীর আব্দুল শুক্কুরের বাড়ী থেকে ভোর ৫ টার সময় অপহৃত শিশুটিকে উদ্ধার করে। এবং শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
ছাগলনাইয়া থানার ওসি মো. রাসেদখান চৌধুরী জানান এই ঘটনায় শিশুর মা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় ১টি অপহরণ মামলা করেছেন। গ্রেপ্তার শরিফুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Comments
Loading...