Connecting You with the Truth

ফেরত আসা ১৫১ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর

কক্সবাজার : মায়ানমারের জলসীমা থেকে ‌উদ্ধারকৃত ১৫১ জন বাংলাদেশি অবশেষে ফিরছেন পরিবারের কাছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েছেন তারা। কক্সবাজারেরর অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

গত ২৯ মে মায়ানমারের জলসীমা থেকে সে দেশের নৌবাহিনী ৭২৭ জন অভিবাসীকে ভাসমান অবস্থায উদ্ধার করে। ২২ জুলাই তাদের মধ্যে থেকে ১৬০ জন বাংলাদেশি ফেরত আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  এরপর তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ ওই দিন সন্ধ্যায় তাদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসে। সেখানে তাদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

২৩ জুলাই ১৬০ জন বাংলাদেশির মধ্য থেকে আদালতের নির্দেশে ৯ কিশোরকে রেড ক্রিসেন্টের সহায়তায় বাড়ি পাঠানো হয়। অপর ১৫১ জনকে স্বজনদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। আজ এসব বাংলাদেশিকে নিজ নিজ স্বজনদের কাছে হস্তান্তর শুরু করে পুলিশ।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments
Loading...