ফেসবুকে আ. লীগের পক্ষে বট নেটওয়ার্কের মাধ্যমে ছড়ানো হয় মন্তব্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন গণমাধ্যম ও বিরোধী দলগুলোর ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল নানান মন্তব্য। এসব মন্তব্যের পেছনে কাজ করেছে বট নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত ভুয়া ফেসবুক প্রোফাইল। এমন ১ হাজার ৩৬৯টি ফেসবুক প্রোফাইলের সন্ধান পাওয়া গেছে, যেগুলো থেকে আওয়ামী লীগের পক্ষে ২১ হাজারের বেশি মন্তব্য করা হয়েছে।
ডিসমিসল্যাবের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ‘ডিসমিসল্যাব’ হচ্ছে তথ্যব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ। বৃহস্পতিবার গবেষণা প্রতিবেদনটি ডিসমিসল্যাবের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে।
বট নেটওয়ার্ক হলো একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেখানে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারভিত্তিকভাবে কাজ করা হয়। এটি নির্দিষ্ট কী-ওয়ার্ড ধরে বিভিন্ন পোস্ট বাছাই করে এবং সেখানে স্বয়ংক্রিয়ভাবে মন্তব্য পোস্ট করে। ডিসমিসল্যাবের গবেষণায় দেখা গেছে, এই বট নেটওয়ার্কটি ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪৭৪টি রাজনৈতিক মন্তব্য করেছে।
গবেষণায় ১ হাজার ৩৬৯টি প্রোফাইল পর্যালোচনায় দেখা গেছে, বেশির ভাগ প্রোফাইলই ‘লকড’ বা ‘প্রাইভেট’ করা এবং প্রোফাইল ছবি নেই বা চুরি করা। এদের বেশির ভাগেরই বন্ধুসংখ্যা খুব কম বা নেই। এমনকি ৭০ শতাংশ প্রোফাইল ছবি অন্যদের থেকে চুরি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের সহকারী অধ্যাপক নাঈমুল হাসান বট নেটওয়ার্কের কার্যক্রমকে কম্পিউটারভিত্তিক অপপ্রচারের একটি উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, “আধুনিক প্রযুক্তির সাহায্যে সংঘবদ্ধভাবে এই ধরনের কাজগুলো করা হচ্ছে।”
এই বট নেটওয়ার্কের অপব্যবহার প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে নির্বাচনকে ঘিরে এমন কর্মকাণ্ড প্রতিহত করা যায়।