Connecting You with the Truth

ফেসবুকে প্রেমের টানে পাকিস্তানের উদ্দেশ্যে কিশোরী, রংপুরে উদ্ধার!

ফেসবুকে প্রেম Facebook FB Prem Love

অনলাইন ডেস্ক: পাকিস্তানে পাচার হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার ধামরাই গুম গ্রাম যাদবপুরের মোশারফ হোসেনের কন্যা নবম শ্রেণির ছাত্রী ফাতেমা জোহরা মুক্তির সাথে পাকিস্তানি নাগরিক রাফি খানের ফেসবুকে পরিচয় হয়। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের সম্পর্ক গভীর হয়। একপর্যায়ে রাফি খান মুক্তিকে পাকিস্তান চলে আসার প্রস্তাব দেয়।
রাফি খান ফেসবুকে জানায়, রংপুরে সুমন নামে এক যুবক তাকে হিলি সীমান্ত দিয়ে ভারত হয়ে পাকিস্তান নিয়ে যাবে। রাফি খানের প্রস্তাবে সারা দিয়ে গত সোমবার রাতে মুক্তি নগরীর কামারপাড়া বাসস্ট্যান্ডে এসে নামে হিলি যাওয়ার উদ্দেশে। এ সময় সুমন তাকে হিলি সীমান্তে নিয়ে যাওয়ার জন্য জোর জবরদস্তি করতে থাকে। সন্দেহজনক বিষয়টি কোতোয়ালি থানার এসআই তরিকুল ইসলামের নজরে এলে তিনি মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে সুমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, মেয়েটি জিজ্ঞাসাবাদ করে তার অভিভাবকে খবর দেওয়া হয়েছে।

Comments
Loading...