ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন ৬ বাটন
প্রযুক্তি ডেস্ক: ফেসবুকে ছয়টি নতুন ইমোজি যুক্ত হতে যাচ্ছে। এর অর্থ হচ্ছে লাইক ছাড়া ব্যবহারকারীরা ফেসবুকে আরো ছয়টি বাটন পাচ্ছেন। ফেসবুকের ‘লাইক’ বাটনটা অনেকের কাছে একঘেয়ে হয়ে উঠছিল। ব্যবহারকারীদের অভিযোগ, এই বাটনে অনুভূতির প্রকাশ ঠিকমতো হচ্ছে না। ‘ডিজলাইক’ বাটনের জন্য জোর দাবি উঠেছিল। এরপরই ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা দেয় রাগ, দুঃখ, উচ্ছ্বাস, ভালোবাসার ছয়টি ইমোজির!
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমেরিকাতে অপশনগুলো ছাড়া হবে আরো গভীর পর্যবেক্ষণের জন্যে। মূলত ফেসবুকে ছয় ধরনের প্রতিক্রিয়া দেওয়া আছে। এগুলো হলো অ্যাংগ্রি, স্যাড, ওয়াও, হা হা, ইয়াই এবং লাভ। এদের মধ্যে ৫টি অপশন প্রাথমিক অবস্থায় ছাড়া হবে। এগুলো চিলি, আয়ারল্যান্ড এবং ফিলিপাইনেও ছাড়া হতে পারে। এদের মধ্যে ‘ইয়াই’ অপশনটি বন্ধ রাখা হবে। কারণ এই শব্দটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেনি। এদের ব্যবহার করাটা কঠিন কাজ হবে না। লাইক বাটনটি চাপ দিয়ে ধরলেই অপশনগুলো বেরিয়ে আসবে। এসব আবেগের প্রকাশ ঘটবে নতুন অ্যানিমেশনের মাধ্যমে।