ফেসবুকে শুধুই ‘ফ্রেন্ড’ হয়, সত্যিকারের ‘বন্ধু’ হয় না
অনলাইন ডেস্ক: বন্ধু। ছোট্ট একটি শব্দ। শব্দটি ছোট হলেও আমাদের জীবনে এর প্রভাব অনেক। বন্ধু মানেই যার সাথে মনের সব কথাগুলো বলা যায়। তবে নিজের কথাগুলো বন্ধুকে বলার আগে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে যে সে সত্যিকার অর্থেই আপনার বন্ধু কিনা। এখনতো ফেসবুকে বন্ধুর অভাব নেই। বলতে গেলে ফেসবুক ছাড়া সবার জীবন অসম্ভব। অনেকেই আছেন যারা প্রতিদিন ফেসবুকে না যেতে পারলে নিজেকে অসহায় ভাবেন। কিন্তু কখনো কী ভেবেছেন, ফেসবুকের বন্ধু কী সত্যিকারের বন্ধু ?
তবে সম্প্রতি একটি নতুন গবেষণা থেকে জানতে পারা গেছে, এই হাজার হাজার বন্ধুদের মধ্যে মাত্র ৪ থেকে ৫টি বন্ধু আপনার খারাপ সময় আপনাকে সাহায্য করবে। বাকিরা কিন্তু আপনার ছবিতে লাইক এবং কমেন্ট পর্যন্তই আটকে থাকবে। এমনকি এই হাজার হাজার বন্ধুদের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করতে হয়ত আপনারও ভালো লাগবে না। গবেষকরা আরও জানিয়েছেন, গড়ে ১৫০ জনের মধ্যে মাত্র ২৭ শতাংশ মানুষ সত্যিকারের বন্ধু হন। অনেক সময় আবার জাল প্রোফাইল তৈরি করে বন্ধুত্ব পাতানো হয়ে থাকে। কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্কিং-এর জগতে আমরা বন্ধুত্বের সংগাই হয়ত ভুলে গেছি। তাই হয়ত জাল বন্ধু দিয়ে নিজের প্রোফাইল ভর্তি করে সকলের কাছে বিখ্যাত হওয়ার মিথ্যা চেষ্টা করি।