Connecting You with the Truth

বক্সারের ভূমিকায় আমির খান!

b-4
বিনোদন ডেস্ক:
মুক্তির আগেই বেশ সোরগোল চলছে আমির খান অভিনীত ‘পিকে’ ছবিটির। ১৯ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এদিকে এরইমধ্যে জানা গেছে আমিরের নতুন আরেকটি ছবির খবর।এ ছবিতে তাকে একজন বক্সারের ভূমিকায় দেখা যাবে। নিতেশ তিওয়ারীর পরিচালনায় এ ছবির নাম ‘দঙ্গল’। ছবিটি আমির এবং অন্য একটি বড় প্রযোজনা সংস্থা যৌথভাবে প্রযোজনা করবে বলে জানা গেছে। এমনকি ছবির প্রাথমিক কাজও নাকি শুরু হয়ে গেছে। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষনার খবর পাওয়া যায়নি। তবে জানা যায়, চরিত্রটির জন্য খুব শিগগিরই প্রশিক্ষন শুরু করবেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। আমির খান ছাড়া এই ছবিতে আর কে কে অভিনয় করবেন তা নিয়ে এখনো কিছু জানা যায়নি।

Comments
Loading...