Connecting You with the Truth

বক্সিরহাট ওয়ার্ডে মেয়রের ত্রান বিতরণ


মোঃ রাজু আহমেদ চট্টগ্রাম:
আজ শুক্রবার সকালে নগরীর ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অ¯^চ্ছল ও মধ্যবিত্ত ৬শত পরিবারেরর মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। এই ত্রান সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল সহ বিভিন্ন ভোগ্যপন্য রয়েছে। এসময় মেয়র নগরবাসীকে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আপনাদের জরুরী প্রয়োজনে আমার মোবাইল বা ফেইসবুক আইডিতে অবশ্যই জানাবেন। আমার প্রতিনিধি আপনাদের কাছে ত্রান পৌছে দিবে। মেয়র বলেন কেউ সর্দি,কাশি বা জ্বরে আক্রান্ত হলে আতংকিত না হয়ে চসিকের ¯^াস্থ্য সেবা কেন্দ্র বা হট লাইনে যোগাযোগ করবেন। তিনি এসময় নগরবসাীকে গুজবে কান না দেওয়ারও আহবান জানান। ত্রান বিতরণকালে রাজনীতিক ও চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এস এম হারুনুর রশিদ, আওয়ামীলীগ নেতা শান্ত দাশ গুপ্ত, লিটন রায় চৌধুরী, ডা. সুনীল রঞ্জন নাথ, দোলন দাশগুপ্ত, চাত্র নেতা এস এম মামুনুর রশিদ, আওয়ামীলীগ নেতা নুর উল্লাহ ভুলু, এস এম মোরশেদুর রশিদ, মীর আহমদ সওদাগর, মোহাম্মদ আলী ও মোহাম্মদ হারুন উপস্থিত ছিলেন।

Comments
Loading...