Connecting You with the Truth

বগুড়ার শাজাহানপুরে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

busবগুড়া অফিস: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ৩ টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রামের শফিকুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী মুক্তা বেগম (২৮)।

স্থানীয়রা দর্শীরা জানান, বগুড়া থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস মাঝিড়া বন্দর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী এবং দুইটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী বাস চাপায় ঘটনাস্থলেই নিহত হন। বাস চাপায় অটোরিকশার দুইজন চালকও আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম দুইজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments
Loading...