Connecting You with the Truth

বগুড়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

119ইমরান হোসেন, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় জেমী বেগুম (২৫) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। জেমী বেগুম উপজেলার গোহাইল ইউনিয়নের পোয়াল গাছা ছোট পাড়ার খবির উদ্দিনের পুত্র মোঃফেরদৌসের স্ত্রী। শনিবার দুপুরে স্বামীর বাড়ী থেকে জেমীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী ফেরদৌস ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। স্থানিয়রা জানায় ৩ বছর পূবে ফেরদৌসের সাথে জেমীর বিয়ে হয় বত্যমানে তাদের ঘরে ১ বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে। ড়শুনিবার সকাল ১১ টার দিকে জেমীর ঘরের সেলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেচানো অবস্থায় ঝুলিয়ে থাকা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।এসময় ওসি আলমগীরের উপস্থীত টের পেয়ে নিহতের স্বামী খবির সহ বাড়ির লোকজন পালিয়ে যায়।এবিষয়ে শাজাহানপুর থানার এসআই সানোয়ার জানান লাশ মগে প্রেরন করা হয়েছে রিপট হাতে না পাওয়া পযুন্ত কিছুই বলা যাবে না।

Comments
Loading...