বগুড়ায় ছেলের লাঠির আঘাতে হাসপাতালে বৃদ্ধা মা
ইমরান হোসেন, বগুড়া: বগুড়া জেলার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামের বাসিন্দা বুলু মন্ডলের স্ত্রী মোছা. শিরী বেগম (৫২) কে তার আপন ছেলে মো. শফিকুল ইসলাম (বল্টু) লাঠির আঘাতে গুরুতর আহত করেছেন। জানাযায়, আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বৃদ্ধা মা শিরী বেগুমের কাছে কিছু টাকা চাইলে মা অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে ছেলে বল্টু ভীষন ভাবে খারাপ ভাষায় মাকে গালি গালাছ করেন এতেও খান্ত না হয়ে পাশে পড়ে থাকা লাঠি নিয়ে বৃদ্ধা মা কে মারতে শুরু করেন এটি দেখে শিরী বেগুমের মৃত্যু পথযাত্রী স্বামী হামাগুরী দিয়ে ছেলের পা জড়িয়ে ধরে দু হাত দিয়ে মিনতি করেন তার মাকে যেন আর না মারে। কিন্তুু বাবার কথার তোয়াক্কা না করে তাকেও লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে পালিয়ে যায় বল্টু। এ দিকে দৃদ্ধার ছোট ছেলে রাশেদুল শিরী বেগুমকে দ্রুত কাহালু থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে শিরী বেগমের সাথে কথা হলে তিনি জানান, এ রকম ছোল কারু ঘরোত যান না হয় যে বাপ মায়ের গায়োত হাত তোলে হামি এর বিচার চাই। পরে শিরী বেগুম বাদি হয়ে লম্পোট ছেলে বল্টুর নামে কাহালু থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে কাহালু থানার এ.এস.আই খবির জানান, ঘটনাটি দুঃখ জনক হলেও মামলাও হয়েছে এবং যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহন করা হবে।