Connecting You with the Truth

বগুড়ায় ট্রাকে পেট্রোলবোমা হামলায় নিহত ১, অগ্নিদগ্ধ ৪

জেলা প্রতিনিধি, বগুড়া:
বগুড়ায় পেট্রোলবোমার হামলায় ট্রাকসহ ৪ জনের অগ্নি˜গ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে।
বগুড়া-রাজশাহী মহাসড়কের শাজাহানপুর উপজেলার রুপিহার নামক স্থানে সিংড়া থেকে ছেড়ে আসা একটি করলা বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে ট্রাকের চালক, হেলপার ও ২ জন ব্যাপারীসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। পুলিশ জানায়, সিংড়া থেকে করলা বোঝাই ট্রাক বগুড়া আসার পথে বগুড়া রাজশাহী সড়কের শাজাহানপুর উপজেলার রুপিহারে পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুঁড়ে মারে। এতে পেট্রোলবোমাটি ট্রাকের কেবিনের মধ্যে পড়ে দ্রুত আগুন ধরে যায়। ঘটনার পর পরই এলাকাবাসী ট্রাকের আগুন নিভিয়ে ফেলে। এ সময় অগ্নিদগ্ধ অবস্থায় চালক মোস্তফা (৩২), হেলপার আসিফ (৩০), করলাব্যাপারী আজিজ (৩৫) ও ব্যাপারী জাহাঙ্গীর (৩৪) কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ট্রাকের হেলপার আসিফ রাত আড়াইটার দিকে মারা যায়।
পুলিশ জানিয়েছে, আসিফের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাঁচগাছী গ্রামে। ˜গ্ধ ট্রাকচালকের বাড়ি বগুড়ার নিশিন্দারা ও দুই ব্যবসায়ীর বাড়ি নাটোরের সিংড়া উপজেলার চক নওগাঁ ও খয়ার সাথী গ্রামে।

Comments
Loading...