Connecting You with the Truth

বগুড়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

13615372_1899344603626511_4788264450724741089_nসালজার রহমান সাবুঃ  বগুড়া গাবতলীতে সেনারাই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও শহর ছাত্রলীগের সাবেক সভাপতি তারজুল ইমলামের মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহতবস্থায় তাকে ঢাকায় নেয়া হয়েছে।শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ইউপি চেয়ারম্যান তারাজুল ইসলাম ইসলামের নিজ বাড়ি ওই ইনিয়নের সাবেকপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার রাত সাড়ে ৩টার দিকে কে বা কাহার বাড়ির বাহিরে চেয়ারম্যান সাহেব বলে ডাকাডাকি করেন। এসময় ঘরের জানালা খুলে দেন তারাজুল। তখনই দুর্বৃত্তরা তারাজুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। এসময় মাথায় গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। রাতেই প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, পরে বিস্তারিত জানানো হবে।

Comments
Loading...